বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন বঙ্গোপসাগরের মুখে অবস্থিত। দাকোপ উপজেলার অবস্থান এই সুন্দরবনের কিছু অংশ জুড়ে। এটি খুলনা জেলার দক্ষিণে অবস্থিত। খুলনা শহর থেকে দাকোপ উপজেলার দূরত্ব ২৭ কিমি। এই উপজেলার মোট আয়তন ২৮৫.৫৭ বর্গ কিলোমিটার। সুন্দরবনসহ মোট আয়তন ৯৯১.৫৭ বর্গ কিলোমিটার। এর মধ্যে ২২,৭৫৭ হেক্টর জমি লবণাক্ত। এখানকার কৃষকরা তুলনামূলকভাবে পিছিয়ে। উপজেলার অধিকাংশ এলাকা মাঝারি উঁচু ও মাঝারি নিচু। কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে এখানকার কৃষকদের আগ্রহের কমতি নেই। উপজেলায় মিষ্টি পানির জলাধার সৃষ্টি, এক ফসলি জমিকে দুই ফসলি ও তিন ফসলি জমিতে রূপান্তর এবং লবণাক্ত পানি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস